আঠাশ বছর পর হঠাৎ-ই রবির জীবনে ফিরে আসে শংকর। ইতিমধ্যে বদলে গিয়েছে দু’জনেরই সামাজিক অবস্থান - সত্তর দশকের নকশাল যুবক রবি এখন প্রতিষ্ঠিত বিলেতফেরত ডাক্তার, সেযুগের মারকুটে পুলিশ শংকর ছাপোষা রিটায়ার্ড পাবলিক। বন্ধুত্বের খেলা শুরু হলে রবির পরিবারের ভিতরে ঢুকে পড়ে শংকর, উসকে দেয় স্মৃতির চাপাপড়া আগুণ। কিন্তু কী চায় শংকর? পূর্বপরিচয়ের ঋণ স্বরূপ কিছু দক্ষিণা? প্রায়শ্চিত্তের অধিকার? না কি অস্তিত্ব বিপন্ন করা ভয়ঙ্কর কোনও উপকার?
আনন্দ পুরস্কারের জন্য মনোনীত।
আনন্দ পাবলিশার্স (২০১৭)
দামঃ ২০০ টাকা (ভারতীয়)